হিমালয় থেকে রাঙামাটির পাহাড়ে বিজয়ের আনন্দ
চায়ের দোকান, বাসাবাড়িতে টেলিভিশন, মুঠোফোনের পর্দায় বাংলাদেশ-নেপালের ফাইনাল দেখেছেন এই গ্রামের বাসিন্দারা। ম্যাচ শেষে ঋতুপর্ণা চাকমা, আনাই মগিনি, মনিকা চাকমা, রুপ্না ও আনুচিংদের বাড়িতে গিয়েও স্বজনদের কেউ কেউ শুভেচ্ছা জানান। ঋতুপর্ণাদের এ জয়ে খুশি তাদের স্বপ্ন দেখানো শিক্ষক ও প্রশিক্ষকরাও।…